প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে আন্দোলনকারীরা, চলছে আলোচনা
সংবাদের আলো ডেস্ক: মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা এখন রয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে। সাময়িক সময়ের জন্য অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে তারা। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেয়া হয়েছে এবং তারা তাতে রাজি হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) ১২টার দিকে পুরাতন এলিফ্যান্ট রোডে অবস্থিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে রওনা দেন তারা। এর আগে, সকাল ৯টা থেকে চার দাবি নিয়ে কারওয়ান বাজারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপর বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। এরপর ওই এলাকা ছাড়তে বাধ্য হন তারা। এসময় আন্দোলনকারীরা জানান, আমাদের কারওয়ান বাজার অবস্থান করতে দেয়া হয়নি। তাই আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ মিছিল করবো। সেখানে আমাদের দাবিগুলো ফের উপস্থাপন করা হবে।উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধের পর ২০২২ সালের আগস্টে মালয়েশিয়ার শ্রমবাজারের পথ খোলে। দেশটিতে গত বছরের ৩১ মে পর্যন্ত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পৌনে পাঁচ লক্ষ কর্মী পাড়ি দেয়ার কথা ছিল। তবে টিকিট জটিলতার কারণে যেতে পারেনি প্রায় আঠারো হাজারের বেশি কর্মী। মালয়েশিয়ায় যেতে না পারা এসব শ্রমিকদের দাবি, টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে তারা মালয়েশিয়া যেতে পারেননি। এখনও রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে অর্থও ফেরত পাননি। তাই মালয়েশিয়া যেতে না পারলেও অন্তত তারা তাদের অর্থ ফেরত চান।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।