প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেল পথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে কটুক্তি ও অকথ্য ভাষায় গালিগালাজের প্রতিবাদে সাইদুর রহমান ওরফে (ছুরাপ ৪২) এর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত মোঃ সাইদুর রহমান উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের মৃত আরশেদ আলী মন্ডলের ছেলে। তিনি কালুখালী চাঁদপুর বাসস্টান্ডে ঔষধ ও পরিবহন বাসের টিকেট বিক্রেতা। গত ২৫ জুলাই বৃহস্পতিবার রাত ১০ দিকে কালুখালী থানায় অভিযোগ দায়ের করেন উপজেলার রতনদিয়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম।
অভিযোগে ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম উল্লেখ করেন, ঢাকায় মেধা কোটার ছাত্র আন্দোলনের সাথে বিএনপি, জামাত যোগ দিয়ে যে জালাও পোড়াও মানুষ হত্যা সহ ভয়াবহ তান্ডব চালাচ্ছে এটা জানার পর গত ১৬ জুলাই আনুমানিক বিকাল সাড়ে ৪টা থেকে ৫টার সময় চাঁদপুর বাসস্ট্যান্ড জনগুরুত্বপূর্ন জায়গা হাওয়ায় আমি সেখানে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারন মানুষের মধ্যে মনোবল বাড়ানোর জন্য এবং শান্ত পরিবেশ বজায় রাখার জন্য উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি মোঃ সিহাব উদ্দিন বিপুল, ইউপি সদস্য মোঃ জাকির হোসেন হিরু, মোঃ রিপন বিশ্বাস সহ দলীয় অনেক নেতৃবৃন্দের উপস্থিত হই। এমন সময় আমাদের সামনে সাইদুর রহমান (ছোরাপ), সে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে রাজাকারের বাচ্চা হিন্দুর সন্তান ও তার আয়ু শেষ সহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এবং আরো অনেক বাজে কথাবার্তা বলে গালি দেন। সেই সাথে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম দেশ ছেড়ে পালিয়েছেন বলে অপপ্রচার চালায়।
অভিযুক্ত সাইদুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন আমি কাউকে কটুক্তি বা অশ্লীল ভাষায় গালিগালাজ করি নাই। কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে অফিসার পাঠিয়ে তদন্ত করা হয়েছে আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমন ধরনের কোন ঘটনা ঘটেনি তারপরেও আরো তদন্ত করা হচ্ছে। ঘটনা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।