প্রথম বারের মতো সাজেক ফেস্টিভ্যাল
রাঙামাটি প্রতিনিধি: এ বছরের শেষ দিন অর্থাৎ মঙ্গলবার ৩১ ডিসেম্বর বিকেলে চমৎকার ও বিশাল আয়োজনের মাধ্যমে এই প্রথম সাজেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাজেক ফেস্টিভেল-২০২৪। সাজেক কর্টেজ মালিক সমিতির উদ্যোগে এ ফেস্টিভ্যাল উদযাপিত হবে। এতে পাওয়ার বাই স্পন্সর হিসেবে আছে সাজেকের মনটানা রেস্টুরেন্টে, পার্টনার হিসেবে থাকছে লুসাই গ্রামের লুসাই ভ্যাংখুয়া রিসোর্ট। কটেজ মালিক সমিতি অব সাজেক সূত্রে জানা যায়, সাজেক ভ্যালি এবং পাহাড়ের ইতিহাস, ঐতিহ্যকে দেশ-বিদেশের মানুষের সামনে তুলে ধরতে এই বারের মতো প্রথম এমন জমকালো আয়োজন করা হচ্ছে। ফেস্টিভ্যাল অনুষ্ঠানে লাইভ মিউজিক পারফরম্যান্স, ক্যাম্পফায়ার, ট্রেডিশনাল হেরিটেজ প্রদর্শনী, কালচারাল শো এবং ট্রেডিশনাল নৃত্য, গেমস, সম্মাননা ও পুরস্কার বিতরণী থাকবে। সাজেক কর্টেজ মালিক সমিতির যুগ্ম সচিব ও দার্জিলিং রির্সোটের মালিক মো. ইব্রাহিম খলিল জানান, সাজেক এই প্রথম সাজেক ফেস্টিভ্যাল উদযাপিত হচ্ছে। ইতিমধ্যে ফেস্টিভ্যাল কাজ শেষের দিকে। বহু পর্যটকের সমাগম হবে বলে মনে করছি। সাজেকের ঐতিহ্য সংস্কৃতি দেশ ও বিশ্বের কাছে তুলে ধরতেই সাজেকের এই আয়োজন। ২০২৫ এর শুরুটা নিজের প্রিয়জনকে সঙ্গে নিয়ে সাজেকে কাটাবেন বলে মনে করছি আমরা।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।