প্রকাশ পেলো সাইফের বাসায় হামলাকারী চোরের ছবি
সংবাদের আলো ডেস্ক: বলিউড নবাব খ্যাত সাইফ আলি খানের বাসায় হামলার ঘটনা ঘটেছে। এতে নায়ক গুরুতর আহত হয়ে আইসিইউতে ভর্তি আছেন। এবার বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়া হামলাকারীর একজনের ছবি প্রকাশিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে সাইফের বান্দ্রার বাসায় একদল চোর হামলা করলে তিনি গুরুতর আহত হন। এসময় চোরেরা সাইফের ওপর হামলা চালালে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রপচার শেষে বর্তমানে নায়ক সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ জানিয়েছে, ফায়ার এসকেপ ব্যবহার করে ওই অভিযুক্ত চোর বাড়িতে ঢোকে। শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে। তবে ঠিক কী কারণে হামলা করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।