সংবাদের আলো ডেস্ক: কিশোরগঞ্জের লভিবাবাদে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সাংবাদিক রঞ্জন মোদক রনি হত্যা চেষ্টা চালায় দালাল চক্র সক্রিয় সদস্যরা। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে থানাধীন কাটাবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ১৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সাংবাদিক রঞ্জন মোদক রনি উপজেলা অনিল মোদক, সাং-বরিশ মোড় এলাকায় অনিল ছেলে। অভিযুক্তরা হলেন, আবু তাহের ছেলে ফাহিম, হারুন মিয়া (কাঠ মিস্ত্রী হারুন) ছেলে শুভ, তোতা মিয়া ছেলে মবিন মিয়া, মফিজ উদ্দিন ছেলে সজীব মিয়া, টিপু মিয়া ছেলে ফাইম, বাপ্পী পিতা অজ্ঞাত, মালেক ছেলে হাকিম, টিপু মিয়া ছেলে ফাইম, বাপ্পী পিতা অজ্ঞাত, মালেক ছেলে হাকিম।
এবং ফাছুম আলী ছেলে বাবুল মিয়া, সফির উদ্দিন ছেলে সাইফুল, গিয়াস উদ্দিন ছেলে উজ্জ্বল সামছুল ইসলাম কালার বাগ ছেলে ফয়সাল, তারা সকলেই কাটায়াড়িরা এর বাসিন্দা। এবং মনির মিয়া পিতা- অজ্ঞাত, প্রজাপতখিলা বাসিন্দা, সেলিম মিয়া পিতা-অজ্ঞাত, রাব্বি পিতা-আজ্ঞাচ, সাদুল্লারচর এর বাসিন্দা। জানা গেছে, গত বুধবার ১৫ মে কাটাবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাধারণ মানুষের হয়রানী সহ ভোগান্তির বিষয়াদী নিয়ে একটি রিপোর্ট প্রস্তুত করছেন। এবং ১৬ মে সে রিপোর্ট দৈনিক মুক্ত খবর লামীয়া পত্রিকায় প্রকাশিত হয়। উক্ত ঘটনার পর আঞ্চলিক পাসপোর্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসে গেলে ওই সাংবাদিককে ২য় তলায় নিয়ে যায় দালাল চক্র সক্রিয় সদস্যরা।
পরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এবং মনির মিয়া নামে এক ব্যক্তি টানা হেছড়া করতে থাকে। এবং অফিসের ২য় থেকে অফিসের পার্শ্বে মানুষ দোকানের সামনে পাকা রাস্তার সংলগ্ন এলাকায় নিয়ে পত্রিকায় তাদের নামে রিপোর্ট করার নিয়ে তাকে এলোপাথারী কিল ঘুষি মারিয়া নীলা ফুলা জখম করে এবং এক পর্যায়ে উপরোক্ত সকল বিবাদীগন তাহাদের হাতে থাকা লাঠি সোঠা সহ লোহার রড নিয়া আসিয়া ওই সাংবাদিককে উপর আক্রমন করিয়া এবং তাঁদের নামনীয় পত্রিকায় প্রকাশিত রির্পোট টি ডিলিট করতে বলে। এ বিষয়ে কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের সাথে যোগাযোগ করেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।