সংবাদের আলো ডেস্ক: ডিবি কার্যালয় থেকে বের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। তবে এরপর থেকেই তাদের দুইজনের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না।
বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যার দিকে দুইজনই তাদের ব্যক্তিগত আইডি থেকে পোস্ট করে জানান, তাদের লড়াই চলবে। তবে এর বেশ কিছুক্ষণ পর থেকে আর তাদের আইডিগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না।
সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ নিজেরাই আইডি ডিঅ্যাক্টিভেট করে ফেলেন নাকি তাদের আইডি ডিজেবল হয়ে গেছে সেবিষয়ে নিশ্চিত হওয়া যায়নি এখনও।
এর আগে, সারজিস তার ফেসবুস পোস্টে বলেন, যতদিন না এ বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে, গণগ্রেফতার, জুলুম, নির্যাতন বন্ধ হচ্ছে; ততদিন লড়াই চলবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.