বুধবার, ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

পেরুর বিপক্ষে মার্তিনেজের জোড়া গোলে আর্জেন্টিনার দাপুটে জয়

সংবাদের আলো ডেস্ক: চলছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই লড়াই মানেই যেন ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথের আমেজ। সেটি হোক মাঠে কিংবা সমর্থকদের তর্কে। গেলবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দি ব্রাজিলকে হারিয়েই ২৮ বছর পর শিরোপা ঘরে তুলেছিল আলবিসেলেস্তেরা। এবারের আসরেও বেশ শক্ত অবস্থানে রয়েছে তারা। মেসি থাকলে দলটি কতটা শক্তিশালী, তা বলার অপেক্ষা রাখে না। তবে মেসি ছাড়াও যে আকাশি-নীলরা জিততে সক্ষম, সেই প্রমাণ দিল তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচে। ইনজুরির সমস্যা থাকায় পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেসি খেলবেন না তা আগেই নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে রোববার এ ম্যাচে ২-০ গোলে জিতেছে আলবিসেলেস্তেরা। দলের হয়ে দুটি গোলই করেছেন লাউতারো মার্টিনেজ।’ এদিন খেলার প্রথমার্ধে ৮০ শতাংশ বল পজিশন ধরে রেখে পেরুর গোলমুখে মাত্র ৬টি শট নেয় আলবিসেলেস্তেরা। যার মধ্যে টার্গেটে ছিল মাত্র ৩টি।অন্যদিকে পেরু আর্জেন্টিনার গোলমুখে মাত্র একটি শট করতে সক্ষম হয়।

তবে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে যেন আর্জেন্টিনার ছক ও কৌশল বদলে যায়। একের পর এটাক করতে পারে তারা। আর দ্বিতীয়ার্ধে নামার পরপরই গোলের দেখা পান মার্টিনেজ। ৪৭ মিনিটে গোলটি করেন তিনি। শুধু তাই নয়, দলের হয়ে অপর গোলটিও তিনিই করেন ৮৬ মিনিটে। গ্রুপ পর্বে দুই ম্যাচে জয় তুলে ৬ পয়েন্ট নিয়ে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মেসি-স্কালোনির আর্জেন্টিনা। এবার পেরুর বিপক্ষে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গেল লিও মেসির দল।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়