বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

পূর্বাচলে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

সংবাদের আলো ডেস্ক:নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রউফ ও শিপন নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে পূর্বাচল উপ-শহরের ৩শ’ ফুট সড়কের ভুইয়াবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের বন্ধু রাকিব জানান, রউফ ও শিপনের যমুনা ফিউচার পার্ক মার্কেটে মোবাইল ফোনের দোকান রয়েছে। বুধবার মার্কেট বন্ধ থাকায় ১২ জন মোবাইল ব্যবসায়ী মিলে ছয়টি মোটরসাইকেলে ঢাকা থেকে ৩শ’ ফুট সড়ক হয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন। তারা পূর্বাচল ৩নং সেক্টরের ভুইয়া বাড়ি ব্রিজে পৌঁছালে রউফ ও শিপনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই তারা নিহত হন। তবে এখনও পর্যন্ত নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এদিকে রূপগঞ্জ থানার ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----