উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার হাসিবুল আলমের নির্দেশে অবশেষে মামলা নিল বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা।
এর আগে গত ১০ জুন শুক্রবার রাত ৮ টার দিকে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকারী সদস্য ও মন্ডল গ্রুপের (জিএম) আমিনুল ইসলাম ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মুন্নার নেতৃত্বে একদল সন্ত্রাসী বেলকুচির চালা এলাকায় নাবিন মন্ডলের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এবং নগদ দেড় লক্ষ টাকা লুট করে।
গত ১২ (জুন) রবিবারে মামলা করতে গেলে অভিযুক্ত আমিনুল ইসলামের নাম বাদ দিয়ে মামলা করতে বলেন। অন্যথায় মামলা নিতে অস্বীকৃতি জানায়।
মামলার বাদীর বাবা দৌলত মন্ডল বলেন, অবশেষে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা মামলাটি নিয়েছেন। কিন্তু মামলা থেকে অভিযুক্তদের বাদ দেওয়ার ব্যাপারে সংশয় ঠিকই রয়েছে।
গত ১৫ (জুন) মঙ্গলবার রাতে আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শাহাদাৎ হোসেন মুন্নাসহ ১৩ জন ও অজ্ঞাত নামা ৪/৫ জনের নামে বেলকুচি থানায় মামলা হয়েছে।
এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.