পুরানা পল্টনে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সংবাদের আলো ডেস্ক: রাজধানীর তোপখানা রোডে একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের এক খুদে বার্তায় জানানো হয়েছে, তোপখানা রোডের (প্রেসক্লাবের বিপরীত) মানিকগঞ্জ হাউজে অগ্নিকাণ্ড ঘটেছে। ৪ তলা ভবনের দোতলায় এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।