বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পালিয়ে যাওয়া নেতার ষড়যন্ত্র বন্ধ করুন – মাও: রফিকুল ইসলাম

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: পালিয়ে যাওয়া নেতা ও ভারত সরকারের পেতাত্বা শেখ হাসিনার নেতৃত্বের ষড়যন্ত্র বন্ধ করতে হবে তা না হলে স্বৈরাচার সরকার আবারও জনগনকে বিপদে ফেলবে বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াত ইসলামী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সহকারি সেক্রেটারি জেনারেল মাও: রফিকুল ইসলাম খান। শনিবার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানার আয়োজনে সভাপতি মো. আনিছুর রহমানের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে এই অনুষ্ঠান এর কার্যক্রম শুরু করেন। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সহকারি সেক্রেটারি জেনারেল মাও: রফিকুল ইসলাম খান। অন্যান্যদের মধ্যে জেলা জামায়াত শাখার সেক্রেটারী জাহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ছাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন, উল্লাপাড়া উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশিদুল ইসলাম শহীদ, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা এবিএম আব্দুস সাত্তার, সলঙ্গা থানা ছাত্র শিবিরের সভাপতি মহসিন আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ছাইদুল ইসলামের সংক্ষিপ্ত আলোচনার পর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানার সভাপতি মো. আনিছুর রহমান, সেক্রেটারী আল আমিন মন্ডল, সহ সভাপতি মাও. মো. আব্দুস সামাদসহ ৩৫জনের নবগঠিত কমিটি সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়