প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ৪:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২, ২০২৫, ৮:৪৭ অপরাহ্ণ
“পার্বত্যবাসীর কল্যাণে বোর্ডের সকল কর্মকান্ড সম্পাদন হবে” – অনুপ চাকমা
রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নব নিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার কর্মস্থলে যোগদান, পরিচিতি ও মতবিনিমিয় সভা অনুষ্টিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যান অনুপ কুমার চাকমাকে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে রাঙ্গামাটিস্থ বোর্ডের প্রধান কার্যালয়ের কর্ণফুলী সম্মেলন কক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর পূর্বে বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমার সঞ্চালনায় কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতি পর্ব শেষে বোর্ডের সার্বিক কর্মকান্ড নিয়ে উপ-পরিচালক মংছেনলাইন রাখাইন সার্বিক বিষয়াবলীর উপর প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করেন। এসময় বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন স্কিম-প্রকল্প সমূহের গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য কর্মকান্ডের অগ্রগতি সম্বন্ধে ভাইস-চেয়ারম্যান অবহিত করেন।
অনুপ কুমার চাকমা বলেন, তাঁর দীর্ঘ কর্মময় জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বোর্ডের সকলের সহযোগিতায় উন্নত-সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে এবং পার্বত্যবাসীর কল্যাণে বোর্ডের উন্নয়নমূলক কর্মকান্ড সুষ্ঠুভাবে সম্পাদনের আশা ব্যক্ত করেন। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য মো. জসীম উদ্দিন, জাহিদ ইকবাল, সুজন চৌধুরী, হিসাব রক্ষণ কর্মকর্তা কল্যাণময় চাকমা, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সদ্য সমাপ্তকৃত টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের ব্যবস্থাপক এয়াছিনুল হক, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার নুরুজ্জামান, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম ও মিজ্ ত্রয়া সরকার, সমন্বয় কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম, তথ্য অফিসার মিজ্ ডজী ত্রিপুরা, পরিকল্পনা কর্মকর্তা মনতোষ চাকমা, প্রশাসনিক কর্মকর্তা সাগর পাল প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা পার্বত্য জেলা রাঙ্গামাটিতে ১৯৫৫ সালে জন্ম গ্রহণ করেন। ১৯৭৭ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে কমিশন প্রাপ্ত হন। মেজর জেনারেল পদে থাকা কালীন ২০০৯-২০১৪ খ্রি. পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত হিসেবে মায়ানমারে দায়িত্বও পালন করেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.