সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক ও জনপদ বিভাগের পরিমাপক স্কেল নির্মাণের স্থান পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার আওনা ও পিংনা ইউনিয়নের কাওয়ামারা এলাকায় তারাকান্দি-ভূয়াপুর মহা সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, যমুনা নদীর ভাঙ্গন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ২-৩ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছিল। ওই এলাকায় সড়ক ও জনপদ বিভাগের পরিমাপক স্কেল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। ওই স্থানে পরিমাপক স্কেল স্থাপনের কেন্দ্র নির্মাণ হলে নদী ভাঙা পরিবারগুলো বাড়ীঘর হারিয়ে নিস্ব হয়ে পড়বে। তাই পরিমাপক স্কেল স্থাপনের স্থান পরিবর্তন করে অন্যত্র খোলা স্থানে স্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, নিহত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের স্ত্রী আসমা বেগম, আওয়ামী লীগ নেতা আঃ জলিল, নূরুল ইসলাম আকন্দ, বাদশা আলম, ও হযরত মাওলানা হারুনুর রশিদ প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.