রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পরকীয়ার জেরে সরিষাবাড়ীতে কাউন্সিলরকে গণধোলাই

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়ায় আসক্ত কাউন্সিলরকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। আজ সোমবার ওই কাউন্সিলরকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন। তিনি গত রোববার রাত ১০ টায় পৌরসভার চর বাঙালীপাড়ায় এক বিধবা নারীর বাড়ীতে যান। সেখানে তিনি ওই নারীকে মা ও শিশু ভাতার কার্ড করে দেওয়ার লোভ দেখিয়ে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হলে তার দুই সন্তানকে এসিড দিয়ে পুড়ে মারার হুমকি দেয় ওই কাউন্সিলর।

নিরুপায় হয়ে ওই নারী ডাক-চিৎকার শুরু করেন। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে গণধোঁলাই দিয়ে গাছের সাথে বেঁধে রাখে।
খবর পেয়ে পুলিশ ও পৌর মেয়র ঘটনাস্থলে গিয়ে ওই কাউন্সিলরকে উদ্ধার করে।

পরে গতকাল রোববার দুপুরে ওই কাউন্সিলরের শাস্তি ও বহিষ্কার দাবিতে পৌরসভার চন্দনপুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী। মিছিলটি পৌর মেয়র মনির উদ্দিনের বাড়ির সামনে গেলে মেয়র ওই কাউন্সিলরকে সাময়িক বহিষ্কারের আশ্বাস দেন।

এ ব্যাপারে সাবেক কাউন্সিলর আব্দুল মালেক বলেন, এ ধরনের জঘন্য ও অসামাজিক কার্যকলাপে জড়িত কাউন্সিলরের শাস্তি হওয়া দরকার।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ সেখান থেকে কাউন্সিলর মোশারফ হোসেনকে উদ্ধার করে। ভুক্তভোগী ওই নারীর কোন অভিযোগ না করায় ব্যবস্থা নেওয়া যায়নি।

এ বিষয়ে সরিষাবাড়ী পৌর মেয়র মনির উদ্দিন জানান, সংবাদ পেয়ে তৎক্ষণাৎ তিনি ঘটনাস্থলে যান এবং পুলিশের সহায়তায় কাউন্সিলর মোশারফ হোসেনকে উদ্ধার করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়