বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ন্যাটোভুক্ত দেশগুলোর চাঁদার হার বাড়ানো উচিত: ডোনাল্ড ট্রাম্প

সংবাদের আলো ডেস্ক: ন্যাটোভুক্ত দেশগুলোর চাঁদার হার বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জোটের সদস্যদের জিডিপির ৫ শতাংশ ন্যাটোর পেছনে ব্যয়ের পরামর্শ দিয়েছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডায় তার রিসোর্ট মার-এ-লাগোয় এক সংবাদ সম্মেলনে কথা বলেন ট্রাম্প। খবর রয়টার্সের। ট্রাম্প বলেন, ন্যাটোর সদস্যদের কাছ থেকে ৫ শতাংশ চাঁদা পাওয়া উচিত। সবগুলো দেশেরই এই অর্থ দেয়ার সক্ষমতা রয়েছে।আমি কঠোর সিদ্ধান্ত না নিলে ন্যাটোর অস্তিত্ব থাকতো না। আগে ২০/২১টি দেশ বিল পরিশোধ করতো না। অথবা খুব সামান্য দিতো।তার কঠোর অবস্থানের কারণেই ন্যাটোর আয় বেড়েছিল দাবি করে বলেন, যখন বলা হয়েছিল, চাঁদা না দিলে সুরক্ষার দায়িত্বও নেবে না ন্যাটো। তখনই অর্থ জমা হতে শুরু হলো। উল্লেখ্য, বর্তমানে জিডিপির দুই শতাংশ করে বার্ষিক চাঁদা দিচ্ছে ন্যাটোর ৩২ সদস্য। গত মাসে ন্যাটোর চাঁদার হার বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন জোটের মহাসচিব মার্ক রুটেও।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়