প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৪, ৩:৪০ অপরাহ্ণ
নোয়াপাড়া একতা সংঘের মন্ডপে চলছে দূর্গাপূজার প্রস্তুতি
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা। আর এই দুর্গাপূজার এখনো প্রায় এক মাস বাকি। কিন্তু নোয়াপাড়া একতা সংঘে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এ বছরের দূর্গাপূজার প্রস্তুতি। দক্ষিণ রাউজানের নোয়াপাড়ার ডুল্লাপাড়ায় নোয়াপাড়া একতা সংঘের উদ্যোগে শ্রী শ্রী দুর্গা মাতৃমন্দির প্রাঙ্গনে চলছে দূর্গাপূজার প্রস্তুতি।
গত বছর মাতৃরূপে ত্রিনয়নী নামের এক আর্কষনীয় থিমের আয়োজন করলেও এবার তারা নতুন থিমের আয়োজন করবেন বলে জানা যায়। সরজমিনে নোয়াপাড়া একতা সংঘের মন্ডপ প্রাঙ্গনে গিয়ে দেখা যায় কারিগররা ককসিট ও কাঠ দিয়ে বিভিন্ন নকশা তৈরি করছেন।এবারের থিম হবে,মায়ার জালে মহামায়া। উল্লেখ্য যে, ৯ অক্টোবর বুধবার মহা ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.