নেত্রকোনায় হাজতির মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় শিপন মিয়া (৩৮) নামের এক হাজতির মৃত্যু। কারাগার পুলিশ ও স্বজনদের দাবী স্ট্রোক জনিত কারণে মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার(১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইমার্জেন্সি ডা. তাসমিয়া হোসেন অনন্যা এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। শিপন মিয়া নেত্রকোনা পৌর শহরের পুর্ব কাটলি এলাকার মরতুজ আলীর ছেলে।
কারা পুলিশ ও হাসপাতাল এবং স্বজন সূত্রে জানা গেছে গত ২০১৮ সনে মাদক বিরোধী অভিযানের সময় গ্রেফতার হয়েছিল আলী আহমেদ খান ওরফে শিপন মিয়া।
নিহতের ভাই মনোয়ারুল হক সাবুল ও ভাগ্নে আজিজুল ইসলাম জানায় একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে এতোদিন হাজতেই ছিলো। ভাগ্নে জানায় স্ট্রোক করে মারা যাওয়ার খবরে তারা এসেছেন। লাশ দিয়ে দিলে নিয়ে যাবে। তবে ভাই সাবুল জানায়, তৎকালীন ওসি বোরহান টাকা দিলে ছেড়ে দিবে বলেছিলো।
কারা পুলিশ শাহিনুল ইসলাম জানান, গতকাল বিকাল থেকে বুকে ব্যাথা অনুভব করে তখন থেকে কারা হাসপাতালে ভর্তি ছিলো। আজ সকালে স্ট্রোক করলে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। এ ব্যাপারে কারাগারে জেলার না থাকায় পুলিশ সুপার মো ফয়েজ আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি জানান খোঁজ নিয়ে জানাবেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।