নেত্রকোনায় সেরার উদ্যোগে শিক্ষক সুপারভাইজার ও সমন্বয় সভা
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় বে-সরকারির সাহায্য সংস্থা সেরার উদ্যোগ এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রামের শিক্ষক, সুপারভাইজারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টম্বর) নেত্রকোনা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সেরা নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমানের সভাপতিত্বে আউট অব স্কুল চিলড্রেন জেলা প্রোগ্রাম ম্যানেজার মো: শফিকুল ইসলাম খানের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম, বিশেষ অতিথি ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ ইমদাদুল হক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আইনুল ইসলাম।
এ সময় আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রামের সিনিয়র জেলা ম্যানেজার আলী উসমান, উপজেলা ম্যানেজার মো: খাইরুল ইসলাম, সুপারভাইজার মির্জা হৃদয় সাগর ও আধপুর শিখন কেন্দ্রের শিক্ষক তাসলিমা বাচ্ছু প্রমুখ উক্ত প্রোগ্রামের বিষয় নিয়ে আলোচনা করেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।