শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নেত্রকোনায় সেনা অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা প্রায় ৬ লক্ষ টাকার ১২১ পিস কম্বল জব্দ করেছে সেনাবাহিনী। তবে সেনাবাহিনীর অবস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। মঙ্গলবার(১৯ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা সেনা ক্যাম্পের উপ অধিনায়ক মেজর জিসানুল হায়দার। এর আগে সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চকপারা গ্রামের অভিযান চালিয়ে এসব কম্বল জব্দ করে সেনা সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কলমাকান্দা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর নাজমুজ সাকিবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চকপারা গ্রামের অভিযান চালায় সেনাবাহিনী।

এ সময় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন সাইজের ১২১ পিস জব্দ করে সেনাবাহিনী। তবে অভিযানের উপস্থিতিতে আগেই পালিয়ে যায় চোরাকারবারিরা। জব্দকৃত মালামাল কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নেত্রকোনা সেনা ক্যাম্পের উপ অধিনায়ক মেজর জিসানুল হায়দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারতীয় ১২১ কম্বল যত করা হয়েছে। তবে আগেই চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে তাদেরকে ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এর আগে গত রোববার (১৭ নভেম্বর) কলমাকান্দা সদর ইউনিয়নের খাসপাড়ায় ৩৫২ পিস ভারতীয় কম্বল চোরাচালানের অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী। যার আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষ টাকা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়