নেত্রকোনায় পানির স্রোতে শিশু নিখোঁজ
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢলের পানির স্রোতে সাত বছর বয়সী বৃষ্টি ঋষি নামে এক শিশু পানিতে ভে-সে নিখোঁজ হয়েছে। শনিবার (১৩ জুলাই ) সকাল৭ টার দিকে উপজেলা সদরের বাবনী গ্রামের কাঁচা রাস্তার ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢলের পানির স্রোতে এ ঘটনাটি ঘটেছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর ৩টার মধ্যে শিশুটির খুঁজ পাওয়া যায়নি।নিখোঁজ শিশু বৃষ্টি ঋষি একই ইউনিয়নের বগজান গ্রামের কৃপেন্দ্র ঋষি ও ববিতা ঋষি দম্পতির সন্তান। সে আগ বকজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পরিবারের বরাত দিয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, উপজেলা সদর ইউনিয়নের বাবনী গ্রামের কাঁচা রাস্তার ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পানির স্রোতে ভেসে যায় বৃষ্টি। পরে নিখোঁজ শিশুর পরিবারের লোকজন ফায়ার সার্ভিসকে জানালে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিক খোঁজাখুঁজি করে না পেয়ে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল আসলে উদ্ধার অভিযান করা হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।