নেত্রকোনায় জাতীয় সমাজসেবা দিবসে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধি: “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার ” এই স্লোগানে জাতীয় সমাজসেবা দিবসে নেত্রকোনায় ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার(২ জানুয়ারী) সকালে সমাজসেবার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে হাঁটার অভ্যাস তৈরি করতেই ওয়াকাথন বের করা হয়। প্রধান সড়ক দিয়ে এয়াকাথনটি পারলা সমাজসেবা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। সেখানে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডায় সমাজসেবার উপ পরিচালক মো. শাহ আলমের পরিচালনায় সমাপনী করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এছাড়াও সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ, শহর সমাজসেবা অফিসার মো. মহিবুল্লাহ হক লালনসহ অন্যরা বক্তব্য রাখেন। এছাড়াও সমাজসেবা মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।