সংবাদের আলো ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রলীগের সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীসহ চারজন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তার বিরুদ্ধে ধানমন্ডি এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক বলেন, নিশিতা ইকবাল নদীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।এর আগে, গত ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে। এই নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ছাত্রলীগের কার্যক্রম পরিচালনা এবং এর নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে। রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে নদীসহ চারজনকে আদালতে হাজির করা হলে তাদের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.