বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রুত আমদানির অনুমোদন দেওয়া হচ্ছে: অর্থ উপদেষ্টা

সংবাদের আলো ডেস্ক:অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে ওঠানামা করায় দেশের বাজারেও সব পণ্যের দাম একসঙ্গে কমে না। অত্যাবশ্যকীয় জিনিস বা জরুরি জিনিস দ্রুত অনুমোদন দিতে আমরা ঘন ঘন ক্রয় কমিটির মিটিং করি। আর এটাই প্রমাণ করে সরকার মোটামুটি কর্মব্যস্ত। আজ বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।অর্থ উপদেষ্টা বলেন, বাজার এমন একটা বিষয়, যেখানে একটা জিনিসের দাম কমবে, একটা বাড়বে। তবে সরকার জনগণের জন্য কাজ করছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে ওঠা-নামা করায় দেশের বাজারেও সব পণ্যর দাম এক সঙ্গে কমে না। আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণ করা যায় না। দাম বাড়লে খবর হয় কিন্তু কমলে সেটা বলা হয় না।

বাজারে আলুর দাম কমানো চ্যালেঞ্জিং হচ্ছে জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই ঘন ঘন বৈঠক করে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রুত আমদানির অনুমোদন দেয়া হচ্ছে। আজকে আমরা বিভিন্ন ধরনের সার কেনার অনুমোদন দিয়েছি। বৈঠকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সার, মসুর ডাল, তেল ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে। অর্থ উপদেষ্টা বলেন, ঘন ঘন ক্রয় কমিটির মিটিং প্রমাণ, এই সরকার মোটামুটি কর্মব্যস্ত এবং মানুষের সুবিধা আমরা দেখি। এত ঘন ঘন মিটিং আমি আগে দেখিনি।তিনি আরও বলেন, অনেকের মধ্যে একটি মিস কনসেপশন (ভুল ধারণা) আছে, সেটা গতকাল বাণিজ্য উপদেষ্টা ক্লিয়ার করেছেন। প্রতি টনে সয়াবিন তেলের দাম কত বেড়েছে, ৩০-৪০ বছরে এতো দাম বাড়েনি। যাই হোক আন্তর্জাতিক বাজার তো আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। অর্থ উপদেষ্টা বলেন, আপনারা খালি দেখেন আলুর দাম বেড়ে গেছে কিন্তু অন্যগুলো তো সাশ্রয়ী হয়েছে।

তিনি আরও বলেন, আপনি বাজারে ১ হাজার টাকা নিয়ে যান কোনোটার দাম বেশি হবে, কোনোটা কম হবে। প্রত্যেকটার দাম কমতে হবে, এটা ডিফিকাল্ট। বাজার এমন একটা জায়গা যেখানে একটার দাম কমবে, একটার দাম বাড়বে। আজকে আমি বাজার করলাম, কালকে সকালে দেখব একটার দাম কমেছে আরেকটার দাম বেড়েছে। কমারটা তো কেউ বলে না, সবাই বাড়ারটা বলে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়