নারীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে চার যুবক আটক
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে চাঁদা দাবি করার অভিযোগে ৪ বখাটে যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার সাতপোয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো সোহাগ মিয়া, রুকুনুল ইসলাম, সাহেদুল ইসলাম ও সৌরভ হোসেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, প্রবাসীর এক স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করে শনিবার সন্ধ্যায় এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বখাটেরা। এ ঘটনায় ভুক্তভোগী নারী সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, নারীর গোসলের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় চার যুবককে আটক করা হয়। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।