নারায়ণগঞ্জে হত্যার পর স্কুলের পাশে রেখে গেছে নারীর লাশ
সংবাদের আলো ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) পূর্বাচল উপশহরের ৫নং সেক্টরের গুতিয়াব প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, সকালে পূর্বাচল উপশহরের ৫নং সেক্টরের গুতিয়াব প্রাথমিক বিদ্যালয়ের পাশে অজ্ঞাত এক নারীর গলা কাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর লাশ উদ্ধার করে।নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, রাতের যেকোনও সময় দুর্বৃত্তরা ২৫ থেকে ২৬ বছর বয়সের ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর গুম করার উদ্দেশে এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিচয় এখন পর্যন্ত মেলেনি। পরিচয় শনাক্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।