সংবাদের আলো ডেস্ক: নাটোরে আল চিশতীর মাজার ও মাজার প্রাঙ্গণে আয়োজিত বাৎসরিক বাউল উৎসবের প্যান্ডেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার লোচনগড় গ্রামে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ওই প্যান্ডেলে বাউলসংগীতের আসর বসার কথা ছিল। উদ্ভূত পরিস্থিতিতে অনুষ্ঠানটি স্থগিত করেছে কর্তৃপক্ষ।
মাজারের সভাপতি হোসেন কবিরাজ জানান, প্রতিবছরই মাজারে তারা বাৎসরিক ওরসের আয়োজন করেন। গত বছরও এলাকায় ১ লাখ টাকা চাঁদা দিয়ে প্রোগ্রাম করতে হয়েছে। এ বছরও ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ বিষয়ে কথা বলতে ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সোমবার সন্ধ্যায় তাকে ডেকেছিলেন কিন্তু তিনি ব্যস্ততার কারণে যেতে পানেননি।
তিনি জানান, সোমবার দিবাগত রাতের কোনো একসময় দরগায় এই হামলা চালানো হয়। হামলাকারীরা অনুষ্ঠানের গেট, প্যান্ডেল, মাজারের ওপরের ছাদ, খানকা, দরবারের কক্ষে ভাঙচুর চালায়। এসময় খাদিজা নামে এক নারী ভক্তকে পিটিয়ে আহত করা হয়।
এ বিষয়ে তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, আশপাশের কয়েক গ্রামের ইমামরা মাজারে অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আসছিল। ইমামরা আমার কাছে এলে আমি বিষয়টি জানার জন্য মাজারের সভাপতিকে ডেকেছিলাম। এর বেশি কিছু নয়।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার এক ব্যক্তি জানান, মাজারের নাম দিয়ে সেখানে তারা গাঁজা-মদ সেবন করেন। প্রতিবছর এই সময়ে তারা দুই-তিন দিন ধরে উচ্চশব্দের সাউন্ড বক্স লাগিয়ে সেখানে অনুষ্ঠান করে। এলাকাবাসী নিষেধ করলেও তারা এতে কর্ণপাত করে না। তাই গতকাল এলাকাবাসী গিয়ে মাজার উচ্ছেদ করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়েছিল। এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.