বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নবীনগরে মন্দিরে চুরি, আটক ১

মো: কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ২নং ওয়ার্ডের পঞ্চবটি লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে চুরির ঘটনা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে এই চুরির ঘটনা ঘটে।আশ্রমের পুরোহিত সুরঞ্জিত চক্রবর্তীর জানান, আমি প্রতিদিনের মতো রাতে পুজো দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম।

সকালে ঘুম থেকে উঠে দেখি দুটি মন্দিরের তালা ভেঙে পড়ে আছে। সিসি টিভি ফুটেজ দেখে বুঝতে পারলাম ভোর রাত আনুমানিক ৪টা থেকে ৫টার দিকে সংঘবদ্ধ দু’জন চোর আশ্রমের পশ্চিম দিক দিয়ে বেড়া ভেঙে লোকনাথ বাবার মন্দিরে প্রবেশ করে তিনটি দানবাক্সের মধ্যে দুটির তালা ভেঙে টাকা নিয়ে যায় এবং একটি দান বাক্সের তালা ভাঙতে না পেরে পুরো দান বাক্সটি কাধেঁ তুলে নিয়ে যায় তারা। চোরেরা লোকনাথ বাবার গলায় স্বর্ণের চেইনসহ মন্দিরে থাকা অনেক মূলব্যান জিনিসপত্র নিয়ে যায়। যার আনুমানিক মূল্য তিন থেকে চারলক্ষ টাকা।

স্থানীয়রা জানান, বিগত সরকার পতনের পর থেকে এলাকায় প্রায়ই চোরের উপদ্রব বেড়ে গেছে তারই ধারাবাহিকতায় লোকনাথ আশ্রমেও চুরির ঘটনা ঘটে। এতে করে স্থানীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ জন আতঙ্কে রয়েছে। ইতোমধ্যে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মানিক নামের এক যুবককে আটক করেছে। তার ভাষ্যমতে অর্থ উদ্ধার ও স্বর্ণ উদ্ধারে অভিযান চালায় পুলিশ।

আশ্রমের সভাপতি সমর বনিক জানান, তিনটি দান বাক্সের কয়েক মাসের জমানো টাকা ও স্বর্ণসহ মন্দিরে থাকা বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। সিসি টিভির ফুটেজে দুজন চোরকে সরাসরি দেখা গেছে। আশাকরি নবীনগর থানা পুলিশ জড়িতদেরকে দ্রুত গ্রেফতার করতে পারবে।

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চুরি ঘটনার আলামত সংগ্রহ করেছি। ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। অপরজনকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়