নবীনগরে পার্টনার প্রকল্পের কৃষক মাঠ স্কুলে মতবিনিময় সভা
মো: কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বিশ্বব্যাংক এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এ্যান্ড রেসিলিয়েন্স জব বাংলাদেশ (পার্টনার) এর আওতায় নবীনগর উপজেলায় ২৮ টি কৃষক মাঠ স্কুল বাস্তবায়িত হচ্ছে। রোববার উপজেলার নারায়ণপুর আউশ পার্টনার ফিল্ড স্কুল পরিদর্শন এবং মতবিনিময় করেন পার্টনার পোগ্রামের প্রোগ্রাম কোর্ডিনেটর মো: মিজানুর রহমান।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সুশান্ত সাহা, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার, কুমিল্লা অঞ্চল সারোয়ার জামান নবীনগর উপজেলায় উক্ত পোগ্রামের আওতায় বোরো ধান, আউশ ধান, উত্তম কৃষি চর্চা, পুষ্টি বিষয়ক, ভূট্টা বিষয়ক ২৮ টি স্কুলে ৭০০ জন কৃষকদের দশ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নারীর ক্ষমতায়নকে উৎসাহিত করতে শতকরা ৩০ ভাগ কৃষাণী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।