মো: কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে ৭ নভেম্বরের তাৎপর্য নিয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতে ইসলামীর আমির মোখলেছুর রহমান। সভাপতি তার বক্তব্যে বলেন, ৭ নভেম্বর বাঙালি জাতির ঐতিহাসিক একটি বিজয়।বিগত ফ্যাসীবাদী সরকার বাংলার ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছিল, আল্লাহ বিধান অত্যাচারীর অত্যাচার যখন সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহর তরফ থেকে গজব নাযিল হয়।
আল্লাহ তায়ালার ইশারায় ছাত্র জনতার আন্দোলনের দাবীর কাছে ফ্যাসীবাদী সরকার ক্ষমতা ছেড়ে পালাতে হয়েছে।
সভায় প্রধান আলোচক ছিলেন, পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ। পৌর জামায়াতের সেক্রেটারি সাইফুর ইসলাম বাশার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা মো: শাহজাহান, মো: আবদুল হালিম, আবু হানিফ প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.