কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষি প্রযুক্তি মেলা ও জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ফয়জুর রহমান বাদল এমপি দুর্নীতি পরায়ন তহশিলদারদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়া কঠোর নির্দেশ দিলেন। তিনি বলেন, অবৈধভাবে ড্রেজার দিয়ে কৃষিজমির মাটি কাটার ফলে একদিকে কৃষিজমিগুলো যেমন নষ্ট হচ্ছে তেমনি কৃষি উৎপাদন বাড়ছে না। কৃষি প্রধান দেশে কৃষক বাচঁলে দেশ বাচঁবে। কৃষি জমি নষ্ট করা যাবে না। ভূমি অফিসের অসৎ দূর্নীতিপরায়ণ চোরদের সহযোগিতায় ড্রেজার ব্যাবসায়ীরা এই অবৈধ মাটি কেটে যাচ্ছে।
তিনি ভূমি অফিসের দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের চুর আখ্যায়িত করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি)কে কঠোর নির্দেশনা দেন। সহকারী কমিশনার (ভূমি) আবু মুছা এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.জাহাঙ্গীর আলম লিটন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ, মেয়র এডভোকেট শিব শংকর দাস, অফিসার ইনচার্জ মাহবুব আলম, পৌর আওয়ামীলীগ সভাপতি বোরহান উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আবুল কাসেম।এর পূর্বে এমপি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তারও পূর্বে তিনি পায়ে হেটে মেলার মাঠে যাওয়ার সময় রাস্তায় যানজটের মধ্যে পড়েন। এ সময় তিনি যানবাহনগুলো রাস্তার নিয়ম মেনে চলার পরামর্শ দিয়ে পৌরসভার মেয়র ও আইনশৃংখলা বাহিনীকে যানজট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর নির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা কৃষি জীবনে তাদের সফলতার চিত্র বর্ননা দিয়ে কৃষিকাজের প্রতিবন্ধকতা ও সমস্যার কথা তুলে ধরে ড্রেজারের হাত থেকে কৃষিজমি রক্ষায় প্রধান অতিথি দৃষ্টি আকর্ষণ করেন।বক্তব্য রাখেন,কৃষক সাইদুর রহমান, আবু হানিফ স্বপন, কৃষাণী শেলিনা বেগম, কৃষক নাছির উদ্দীন, কৃষক মো: মাসুদ পারভেজ, কৃষক জাকির হোসেন,কৃষক আবদুল মান্নান প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.