সংবাদের আলো ডেস্ক:আর্জেন্টাইন তারকা ফুটবলার আনহেল ডি মারিয়া। ভক্তরা তাকে ভালোবেসে ডাকে ‘দ্য ফাইনাল ম্যান’। বিশ্বকাপ, কোপা আমেরিকা কিংবা ফিনালিসিমা- শিরোপা অর্জনের প্রতিটি মাহেন্দ্রক্ষণে আর্জেন্টিনাকে তিনি ভাসিয়েছেন আনন্দে। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন মারিয়া। এবার তার নতুন লক্ষ্য ডাগআউট। তাই কোচ হিসেবে নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন পড়াশোনা। সোমবার (১৮ নভেএমবির) ক্লাঙ্ক মিডিয়ার এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।মারিয়া বলেন, আমি কোচ হওয়ার জন্য কোর্স করছি। যদি সুযোগ আসে, সেজন্য করছি। ৩০ বছর বয়স থেকে আমি ফুটবলকে আলাদাভাবে দেখতে শুরু করেছিলাম এবং বিশ্লেষণ করতাম।তিনি আরও বলেন, আমি শুধু খেলোয়াড়ের দিক থেকে নয়, কোচ কেমন চোখে দেখে সেটাও ভাবতে শুরু করেছিলাম। আমি জানি যে, কোচিং করা অনেক বেশি কঠিন। কারণ, এটা অনেক বেশি সময় নেয়। একজন খেলোয়াড় হিসেবে আপনি শুধু অনুশীলন করবেন, তারপর বাড়ি যাবেন।উল্লেখ্য, ডি মারিয়া বর্তমানে খেলছেন পর্তুগিজ ক্লাব বেনফিকায়। গত ৬ আগস্ট আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় ডি মারিয়াকে। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে তাকে বিদায়ী সংবর্ধনা জানায় আর্জেন্টাইনরা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.