বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাউজানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন 

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: রাউজানে নানা আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে।এই উপলক্ষে ১৫ই জানুয়ারি বুধবার রাউজান উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাউজান পৌরসভার উদ্যোগে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য বিষয়ের উপর নানা কর্মসূচী ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১ টায় এক বর্ণাঢ্য র্যালি উপজেলা ও পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।সকাল সাড়ে ১১ টায় উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়।পরবর্তীতে খাল অবমুক্ত করার মধ্য দিয়ে জলাবদ্ধতা নিরসন কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করা হয়। দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে আত্মকর্মী যুব সংগঠন, যুব উদ্যোক্তা ও তরুণদের নিয়ে যুব সমাবেশের আয়োজন করা হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ” তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ”শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার প্রশাসক সহকারি কমিশনার ভূমি অংছিং মারমা।এতে আরো উপস্থিত ছিলেন কৃষি অফিসার মাসুম কবির,রাউজান পৌরসভার নির্বাহী কর্মকর্তা অনিল চন্দ্র ত্রিপুরা,সহকারি প্রকৌশলী ওয়াসিম আকরাম,হিসাব রক্ষণ কর্মকর্তা শাকুর মিয়া,প্রধান সহকারী সুমন কুমার বড়ুয়া,উপ সহকারী প্রকৌশলী রাকিব উদ্দিন প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়