সংবাদের আলো ডেস্ক:নতুন পাঠ্যপুস্তকে ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতিফলন থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়। রবিবার (১ ডিসেম্বর) দুপুরে রংপুরের এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় একথা বলেন। সমানভাবে শিক্ষার সুযোগ নিয়ে তিনি বলেন, লেখাপড়ার পিছনে যেন বাড়তি খরচ না হয় এবং সবাই সমানভাবে শিক্ষার সুযোগ পায় সে লক্ষ্যেই কাজ করছে অন্তর্বর্তী সরকার শিগগিরই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালুর উদ্যোগ নেয়া হয়েছে। প্রথম পর্যায়ে ১৫০ উপজেলাকে টার্গেট করে কার্যক্রম চলমান।বই উৎসবে শিক্ষার্থীদের মুখে হাসি ফুটবে জানিয়ে তিনি বলেন, প্রতি বছরের মত এবছরও পহেলা জানুয়ারিতেই প্রাথমিকের সবার হাতে নতুন বই পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করছি।
এছাড়াও প্রাথমিকে শিশু শিক্ষার্থীদের পাঠদানের আগ্রহ বাড়াতে নানা ধরনের পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.