নকল দিয়ে আসল স্বর্ণ হাতানোর চেষ্টা, যুবক আটক
সংবাদের আলো ডেস্ক:নকল একটি স্বর্ণের বার দেখিয়ে সেটি খাঁটি দাবি করে এক নারীকে লোভনীয় প্রস্তাব দেন বটু মিয়া। বিনিময়ে চান শুধু ওই নারীর কানের দুল। তবে সেই লোভের ফাঁদে পা না দিয়ে, নিজেই যাচাইয়ের উদ্যোগ নেন তিনি। পরে আলাদা হয় দুধ আর জল। ঘটনাটি রোববার (২২ ডিসেম্বর) দুপুরে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের তারাগঞ্জ মধ্যবাজারের কামারপট্টি রোডের। স্থানীয়রা জানান, দুপুরে নালিতাবাড়ী শহরের এক নারীর কাছে খাঁটি স্বর্ণের কথা বলে লোভনীয় প্রস্তাব দেয় বটু মিয়া। এসময় নকল স্বর্ণের বারটি ওই নারীকে নিতে বলেন। বিনিময়ে শুধু ওই নারীর কানের দুলগুলো চাওয়া হয়। তারা জানান, প্রস্তাবটি লোভনীয় হলেও স্বর্ণের বারটি আসল কি-না তা যাচাই করতে শহরের একটি জুয়েলার্সে যান ওই নারী। পরীক্ষার পর সেটি নকল বলে জানা যায়। তখন ওই নারী ও আশেপাশের লোকজন মিলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক বটু মিয়া (২৮), শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সোনাবরকান্দা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।