ধনবাড়ীতে পূজা উদযাপন পরিষদের সাথে থানা প্রশাসনের মতবিনিমিয়
জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: শারদীয় দূর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মত বিনিময় সভা করেছে টাঙ্গাইলের ধনবাড়ী থানা প্রশাসন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে থানা প্রশাসনের আয়োজনে ধনবাড়ী থানা কমপ্লেক্সের কনফারেন্স রুমে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পদক সহ সুধীজনদের সাথে ধনবাড়ী থানা পুলিশের এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন- সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমি। শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও পুলিশ সুপার তার বক্তব্যে জানান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন, বাংলাদেশ সেনাবাহিনী’র ক্যাপ্টেন ধনবাড়ী সেনা ক্যাম্পের কমান্ডার শাহরিয়ার রিফাত, আরোও বক্তব্য দেন, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা কর্মকর্তা রোকসানা পারভীন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এস এম ছোবহান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আব্দুল খালেক, শাহজাহান আলী, আধ্যপক মিজানুর রহমান, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মদন কুমার দাস ও ধনবাড়ী প্রেসক্লাবরে সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সহ অন্যান্যরা। এসময় ধনবাড়ী উপজেলার ৩২ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক গন উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।