সংবাদের আলো ডেস্ক: মহান মুক্তিযুদ্ধ আর অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে, ২০১২ সালের ২১শে জুন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ হাই ডেফিনেশন (এইচডি) ২৪ ঘণ্টার নিউজ চ্যানেল- একাত্তর টেলিভিশন। ‘সংবাদ নয়, সংযোগ’ এই শ্লোগানকে নিয়ে পথ চলা শুরু করে, কালের পরিক্রমায় একাত্তর টেলিভিশন এখন দেশের অন্যতম শীর্ষ নিউজ চ্যানেল। আর মাত্র কয়েক দিন পরই পূর্ণ করবে এক যুগপূর্তি। যুগপূর্তিতে একাত্তর, যুগ বদলে একাত্তরের এই সময়ে, এগিয়ে যাওয়ার একটি সুখবরও দেশের লাখো কোটি টেলিভিশন দর্শক এবং কোটি কোটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চায়।
যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম জরিপ সংস্থা ‘সোশ্যাল ব্লেড’ এর র্যাংকিংয়ে একাত্তর টেলিভিশনের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দারুণ সব অবস্থান দেখাচ্ছে। ‘সোশ্যাল ব্লেড’ সংস্থা প্রতি সপ্তাহে ইউটিউব চ্যানেলের দর্শকপ্রিয়তার পাশাপাশি কনটেন্টের মান বিবেচনা করে একটি র্যাংকিং প্রকাশ করে। আর এই র্যাংকিংয়ের চলতি সপ্তাহে বাংলাদেশের শীর্ষ ১০০ ইউটিউব চ্যানেলের মধ্যে একাত্তর টেলিভিশন এক নম্বর স্থানে রয়েছে। অর্থাৎ, দেশে বিভিন্ন ধরনের আর বিষয়ের হাজার লাখো ইউটিউব চ্যানেলের মধ্যে একাত্তর টেলিভিশনের ইউটিউব চ্যানেল সবার শীর্ষে। বাংলাদেশের শীর্ষ ১০০ ইউটিউব চ্যানেলের মধ্যে একাত্তর টিভি এক নম্বরে থাকার মানে, দেশের সবগুলো নিউজ টেলিভিশনের ইউটিউব চ্যানেলের মধ্যেও এগিয়ে থাকা।
এখানেই শেষ নয়, একাত্তর টেলিভিশনের এগিয়ে যাবার আরও সুখবর রয়েছে। গোটা বিশ্বজুড়ে সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় একাদশ স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের একাত্তর টেলিভিশন। সোশ্যাল ব্লেডের এ তালিকার উপরের দশটি স্থানে যেসব সংবাদ ও রাজনীতিভিত্তিক ইউটিউব চ্যানে অবস্থান করছে, সেদিকে তাকালে দেখা যাচ্ছে, বিশ্বে বাংলা ভাষার নিউজ চ্যানেল হিসাবে একাত্তর টেলিভিশন সবার ওপরেই রয়েছে। আর, যদি শুধুমাত্র ‘নিউজ চ্যানেল’ বিবেচনা রাখা হয়, তাহলে একাত্তর টিভির ইউটিউব চ্যানেল শীর্ষ দশের তালিকায় ঢুকে যাচ্ছে। এগিয়ে যাবার এই প্রবণতা এখন ঊর্ধ্বমুখীও। চলতি বছরের শুরু থেকেই একাত্তর টেলিভিশনের দর্শক ও শুভানুধ্যায়ীদের জন্য আসতে থাকে এমন সব সংবাদ। সোশ্যাল ব্লেডের র্যাংকিংয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করে একাত্তর টেলিভিশনের ইউটিউব চ্যানেল।
বিশেষ করে বছরের শুরুতে বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনের দিন শীর্ষ দশের মধ্যে অবস্থান আরও সংহত করে একাত্তর টেলিভিশন। এরপর থেকে শুধু উপরের দিকেই উঠছে একাত্তর টিভি। আমেরিকার সামাজিক যোগাযোগমাধ্যম জরিপ সংস্থা সোশ্যাল ব্লেডের সবশেষ জরিপে, বিশ্বে সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় এই মুহূর্তে একাত্তর টেলিভিশনের ইউটিউব চ্যানেল একাদশ স্থানে থাকলেও, গত কয়েক সপ্তাহ ধরেই এগিয়ে যাবার প্রবণতা দেখাচ্ছিলো। আর এই অগ্রযাত্রায় বিশ্বের অনেক পরিচিত গণমাধ্যমের ইউটিউব চ্যানেলকে পেছনে ফেলেছে একাত্তর টেলিভিশন। যুক্তরাজ্যের বিবিসি, কাতারের আল জাজিরা, আমেরিকার সিএনএন, ফক্স নিউজ, এনবিসি, ফোর্বস ব্রেকিং নিউজ ও এবিসির মতো চ্যানেলগুলোর অবস্থান এখন একাত্তর টেলিভিশনের নিচে।
বিশ্বের সংবাদ এবং রাজনীতি বিষয়ক ইউটিউবের শীর্ষ দশের দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতা রাহুল গান্ধীর চ্যানেল এবং চতুর্থ স্থানে রয়েছে দিল্লি রাজ্যের ক্ষমতাসীন দল আম আদমি পার্টি। রাজনীতিভিত্তিক এই দুটো চ্যানেল হিসাবের বাইরের রাখলে এবং শুধুমাত্র নিউজ চ্যানেলকে বিবেচনায় নিলে একাত্তর টেলিভিশন নবম স্থানে উঠে আসে। আর বাংলা ভাষার নিউজ চ্যানেল হিসাবে সবার উপরে জায়গা করে নেয় একাত্তর টেলিভিশন। এই অর্জনের পেছনে কাজ করছে একাত্তর টিভির সব বিভাগের সকল কর্মীর আন্তরিক প্রচেষ্টা ও নিরলস পরিশ্রম। একাত্তর টেলিভিশনের হেড অব এডিটরিয়াল নূর সাফা জুলহাজ বলেন, আমরা জার্নালিজম করতে চাই, ভাইরালিজম নয়।
আর, সে কারণে আমাদের চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি। এই চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে স্বস্তির খবর হলো, ভালো সাংবাদিকতায় মানুষ শেষ পর্যন্ত সাড়া দেয়। তারই প্রতিফলন ঘটেছে সোশ্যাল ব্লেডের র্যাঙ্কিংয়ে। আগামীতে ক্রমাগত ভালো সাংবাদিকতাই সামনে আনবে একাত্তর টিভি। সোশ্যাল ব্লেডের র্যাঙ্কিংয়ে একাত্তর টিভি বাংলাদেশের সেরা ইউটিউব চ্যানেলের মর্যাদা অর্জন করায় দর্শক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন একাত্তর টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও হেড অব নিউজ শাকিল আহমেদ। একাত্তর টেলিভিশনের প্রতি আস্থা রাখায় সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি ধন্যবাদও জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। সূত্র: একাত্তর টিভি