প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ১০:৪৬ অপরাহ্ণ
দেশে কিভাবে সংস্কার হবে এটা ঠিক করবে জনগণ: সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান
রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: দেশ কিভাবে সংস্কার করতে হবে এটা ঠিক করবে জনগণ, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উধুনিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন পুলিশ সংস্কার কমিশন এর সদস্য সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে উধুনিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির হোসেনের সভাপতিত্বে বক্তব্যে তিনি আরো বলেন বিগত সময়ে যারা অপরাধ করেছে প্রত্যেকটা কাজের হিসাব নেওয়া হবে, তবে এই অন্তর্বর্তী সরকার দ্বারা এগুলো সম্ভব নয়।
এজন্য দরকার দেশে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন, যায় মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। দেশের সংস্কার কোন স্টাইলে হবে এটা ঠিক করবে জনগণ। এসময় আরো বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন,যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সহ আরো অনেকেই।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.