দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
সংবাদের আলো ডেস্ক:উত্তরের শীত প্রবণ জেলা পঞ্চগড়ের তাপমাত্রা প্রতিদিনই কমে বাড়ছে শীত। গত এক সপ্তাহ ধরে জেলায় তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সন্ধ্যা থেকে থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলছে ঝলমলে রোদের। তবে তার সঙ্গে রয়েছে হিমালয়ের হিমবাতাস। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলাটিতে। এদিন তেঁতুলিয়ার পারদ নেমেছে ১১ ডিগ্রিতে। এর আগে সোমবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়েই (১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস)। এইদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও সূর্যের দেখা পেতে দেরি হচ্ছে না। ফলে সকালে শীত অনুভূত হলেও বেলা বাড়াতেই তাপমাত্রাও বাড়ছে। তাই এখনও উত্তরের এই জেলায় জনজীবন স্বাভাবিক আছে। অন্যদিকে বিকেলের পর তাপমাত্রা কমতে থাকলে ঠান্ডা বাতাসের কারণে শীত অনুভূত হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।