উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে দূর্যোগ ঝুকি হ্রাসে উপজেলা দূর্যোগ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে দাতা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কৈইকা) এর আর্থায়নে এবং অক্সফাম এর সহযোগীতায়, মানব মুক্তি সংস্থা কৃর্তক বাস্তবায়নাধীন এনহ্যান্সিং ডিজাষ্টারস রেজিলিয়েন্স ক্যাপাসিটি অফ দ্যা মুনসুন ফ্লাড এফেক্টেড পপুলেশন অফ সিরাজগঞ্জ ডিসট্রিক্ট ইন বাংলাদেশ প্রকল্পের উদ্দ্যেগে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উপজেলা পরিষদ সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বেলকুচি উপজেলা সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনায় সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা ও দুর্যোগ ঝুঁকিহ্রাসে সম্মিলিতভাবে কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে বিভিন্ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয় ভুমিকা পালন করার জন্য আহবান জানান।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.