বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুর্নীতির অভিযোগে টঙ্গী সরকারি কলেজে দুদকের অভিযান 

আরিফ চৌধুরী, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী সরকারি কলেজে অভিযান ও কলেজ এর অধ্যাপক কে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বয় শাখা গাজীপুর।  সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে দুদকের ৩ সদস্যের তদন্ত দল এই অভিযান পরিচালনা করে।      তদন্ত কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন, দুদকের গাজীপুর জেলা শাখার সহকারী পরিচালক মো.এনামুল হক, সহকারী পরিচালক মো. মোশিউর রহমান, সহকারী পরিদর্শক শফিকুল ইসলাম।  দুদকের গাজীপুর জেলা শাখার সহকারী পরিচালক মো. এনামুল হক বলেন, টঙ্গী সরকারি কলেজ এর পার্শ্ববর্তী পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের একটি অডিটোরিয়াম  ছিল। এছাড়াও অডিটরিয়াম এর জায়গা নিয়ে একটি সিটি কর্পোরেশনের স্থিতিতাদেশ মামলা চলমান রয়েছে। কলেজ কর্তৃপক্ষ কোন নিয়মনীতি না মেনেই অডিটরিয়ামটি ভেঙ্গে ফেলেছে এবং অডিটোরিয়াম এর মালামাল আত্মসাৎ করেছে। প্রথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কলেজ কর্তৃপক্ষ আমাদের প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেনি। বিষয়টি আরও অধিক তদন্তের প্রয়োজন আছে। তদন্ত শেষে বলা যাবে এর জন্য কারা দায়ি। এসব বিষয়ে টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, আমার এসব বিষয় কিছু জানা নেই। যদি আমরা দোষী হয়ে থাকি তবে আইনানুগ যেকোন পদক্ষেপ আমরা মেনে নেব।  উল্লেখ্য, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঐহিত্যবাহী ‘টঙ্গী পৌর অডিটোরিয়াম’ ভেঙ্গে প্রায় দুই কোটি টাকার লোহা-লক্কর গোপনে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে। অবৈধভাবে ভবনটি ভেঙ্গে প্রায় ২০০ টন পরিমাণের রড, এ্যাংগেল, ফ্লাটবার, টিনসিট, বৈদ্যুতিক তার, দরজা, জানালা, গ্রিল, দর্শকসারির লোহার চেয়ার, ইট, বিভিন্ন ডেকোরেশন ও নির্মাণ সরঞ্জামাদিসহ সকল মালামাল বিনা টেন্ডারে রাতের আঁধারে বিক্রি করে দেয়া হয়। এ ঘটনা ফাঁস হওয়ার পর এলাকায় তোলপাড় চলে। গুরুতর এ দুর্নীতির দায় থেকে রক্ষা পেতে টঙ্গী সরকারি কলেজের শিক্ষকরা বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর ঘটনার দায় চাপানোর অপচেষ্টা করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়