বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দাম নিয়ন্ত্রণে ১০ লাখ টন চাল ও গম আমদানি করা হবে: খাদ্য উপদেষ্টা

সংবাদের আলো ডেস্ক: খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, বর্তমানে দেশে ১২ লাখ মেট্রিক টন চাল ও গম মজুত রয়েছে। তবে দাম নিয়ন্ত্রণে আরও ১০ লাখ টন চাল ও গম আমদানি করা হবে। বুধবার (২২ জানুয়ারি) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি। খাদ্য উপদেষ্টা বলেন, মজুতকৃত খাদ্যপণ্যের মধ্যে ৮ লাখ ৮২ হাজার মেট্রিক টন চাল ও ৩ লাখ ৪১ হাজার টন গম রয়েছে। নতুন করে রাশিয়া, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম ও মায়ানমার থেকে চাল ও গম আমদানি করা হবে।তবে বোরো ধানের উৎপাদনের ওপর আমদানির পরিমাণ নির্ভর করবে। এ সময় প্রতিকেজি চালের আমদানি মূল্য ৬০ টাকা বলেও জানান তিনি। তিনি আরও বলেন, চালের দামের অস্থিরতা কমেছে। দাম আগের চেয়ে ক্রমান্বয়ে কমছে। মোটাচালসহ মধ্যবিত্তের চালের দাম আরও কমানোর চেষ্টা করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়