প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৫, ৭:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৪, ২০২৪, ১০:২৩ অপরাহ্ণ
দক্ষিণ রাউজান মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের মতবিনিময় সভা
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: দক্ষিণ রাউজানের শ্রী শ্রী মা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে সনাতন ধর্মের মতবিনিময় সভা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। গত ২৩ আগস্ট শুক্রবার বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডাঃ অমেলেন্দু মহাজন। এই মতবিনিময় সভায় প্রধান প্রতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুহাম্মদ জানে আলম।
এই সময় তিনি বলেন, আমরা হিন্দু -মুসলিম ভাই ভাই, আমরা ঐক্য ছিলাম আগে থেকেই এখানো আছি, ভবিষ্যতে ও থাকবো।গঙ্গা মন্দির পরিচালনা কমিটির সদস্য সুজন দাশ ও অসিম দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাগোয়ান ইউনিয়ন যুব দল নেতা আরফাত হোসেন মামুন,পাহাড়তলি ইউনিয়ন বিএনপি নেতা আইয়ুব খান জনি,বাগোয়ান যুবদলের আহবায়ক মুহাম্মদ আকবর হোসেন, বিএনপি নেতা তসলিম উদ্দিন, মা মগদ্বেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সদস্য ধনা মালাকার,সনজিত বৈদ্য পিন্ট,অরুণ মহাজন,খোকন চন্দ্র সেন,সমীর মালাকার,সুমন মালাকার,টিটু মহাজন,রিটন মহাজন,রিষিকেশ ঘোষ,সাধণ শীল,অসীম দাশ প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.