বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

তেঁতুলিয়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা

পঞ্চগড় প্রতিনিধি : ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ শীর্ষক এ শ্লোগানে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা।  আজ বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুই দিনব্যাপী  এ মেলার উদ্বোধন করেন তেঁতুলিয়া  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফজলে রাব্বি। এ সময় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরমান ওয়াহিদ আনসারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা নবীউল কারিম সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মিঠুন কুমার রায়, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নাফিজুল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা৷মেলায় শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞান চর্চায় সম্পৃক্ত রাখার অপরিহার্যতা বিবেচনায় প্রতি বছরের ন্যায় চলতি ২০২৪-২৫ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে আয়োজিত এ মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এ মেলায় বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ উদ্ভাবিত ধারণা থেকে আবিষ্কৃত উদ্ভাবানী প্রকল্প ১৮টি স্টলে উপস্থাপন করেন৷ আগামীকাল বৃহস্পতিবার মেলার সমাপনী ও মেলায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে  পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে৷

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়