রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

তেঁতুলিয়ায় পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে গরু উদ্ধারসহ দুই ভাই গ্রেফতার !

                            তেঁতুলিয়ায় পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে গরু উদ্ধারসহ দুই ভাই গ্রেফতার ! - সংবাদের আলো

স্টাফ রিপোর্টার: তেঁতুলিয়ায় এক গেরস্থের গোয়াল থেকে গরু চুরির পর ১৬ ঘন্টার মধ্যে সে গরু উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। উদ্ধারের সময় চুরির ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে উদ্ধার হওয়া গরুগুলোকে মালিকের কাছে হস্তান্তরসহ চুরির অপরাধে দুই ভাইকে জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ।

গ্রেফতার হওয়া আসামীরা হলেন, শফিকুল ইসলাম (২৮) ও আবু তালেব (২২)। তারা শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকার ডাকবদলী গ্রামের তছলিম উদ্দিনের ছেলে।

চুরির পর উদ্ধার বিষয়টিকে নিয়ে দুপুরে সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করেন মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী। এ সময় থানার পুলিশের ওসি (তদন্ত) আরমান আলী, এসআই আব্দুল লতিফ ও মামলার তদন্তকারি এসআই গোলাম মোস্তফাসহ অন্যান্য পুলিশ উপস্থিত ছিলেন।

ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, শনিবার শেষ রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের চৌধুরীগছ এলাকার বাসিন্দা ও শিক্ষক হীরালাল বাবুর বাড়ির গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরি হয়। চুরি হওয়ার পর ভোরে হীরালাল বাবু পুলিশকে জানালে সাথে সাথে পুলিশ থানা এলাকার এক্সিট পয়েন্ট ও এন্ট্রি পয়েন্টগুলোতে পুলিশের চেকপোস্ট বসান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারকে জানান মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী।

পুলিশ সুপারের দিকনির্দেশনা পেয়ে রবিবার ভোর থেকে রাত পর্যন্ত এলাকায় চিরুণী অভিযান অব্যাহত রেখে গ্রেফতার হওয়া শফিকুল ইসলাম ও আবু তালেবের বাড়ির ভিতর আঙ্গিনা হতে স্থানীয়দের উপস্থিতিতে গরু উদ্ধারসহ শফিকুল ও আবু তালেবকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় একটি চুরি মামলা রুজু করা হয়। সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

তিনি আরও বলেন, আমি এ থানায় আসার পর থেকে চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যা ঘটনার রহস্য উৎঘাটন করে আসামীদের ধরতে সক্ষম হয়েছি। আমাদের পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সম্পত্তি সংক্রান্ত ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। যাতে আইনের শাসনের প্রতি মানুষের বিশ্বাস, আস্থা-সম্মান ও শ্রদ্ধাবোধ অটুট থাকে।

চুরি হওয়া গরু উদ্ধার পেয়ে হীরালাল বাবু জানান, পুলিশের কাছে আমি কৃতজ্ঞ তারা আমাকে গরু উদ্ধার করে দিয়েছে। বিগত সময়ে আমিও আরও ক্ষতিগ্রস্ত হয়েছি। আশা করছি সে সমস্যাটিও পুলিশ আমাদের সহযোগিতা করবেন। পাশাপাশি আমার মতো যাতে আর কারও গরু চুরি না হয় সে বিষয়টির প্রতি পুলিশের কাছে নজরদারি রাখার অনুরোধ জানাচ্ছি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়