প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৩:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৪, ৫:৫৪ অপরাহ্ণ
তিন হজ এজেন্সির বিরুদ্ধে নেশাজাতীয় দ্রব্য পাচারের অভিযোগ
সংবাদের আলো ডেস্ক: নেশাজাতীয় দ্রব্য পাচারের অভিযোগ উঠেছে তিন হজ এজেন্সির বিরুদ্ধে। এই ঘটনায় বিমানবন্দর থানায় জিডি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গত ১২ জুন হজযাত্রীদের শেষ ফ্লাইটের দিনে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম। তিনি আরও বলেন, ‘খেদমা, আত তাবলিক এবং জিলহজ ট্রাভেল এজেন্সি এই ঘটনার সঙ্গে জড়িত।
তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। নেশা জাতীয় দ্রব্য মধ্যে রয়েছে সিগারেট, বিড়ি, জর্দা, গুল ও পান। এগুলো খাওয়া বাংলাদেশে স্বাভাবিক ঘটনা হলও সৌদি সরকার বিষয়টি গুরুত্বর অভিযোগ হিসেবে বিবেচনা করেন।’ এ বিষয়ে জিলহজ্জ ট্র্রাভেলস এজেন্সি, খেদমা হজ এজেন্সির সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.