বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎকারী প্রতারক চক্রের ৫ সদস্য আটক

সংবাদের আলো ডেস্ক: প্রতারণার মাধ্যমে তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎকারী প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন, জারাক আহমেদ, আবুল কালাম রিফতিয়ার, মো. জামির হোসেন, মো. সজল আহম্মেদ ও আব্দুর রহমান রুবেল। ব্রিফিংয়ে জানানো হয়, পরস্পর যোগসাজশে প্রতারণা করে বেড়াতো চক্রটি। তিন কোটি টাকা মূল্যের চারটি গাড়ি আত্মসাতের অভিযোগের পর পুলিশ গাড়ি উদ্ধারসহ পাঁচ প্রতারককে আটক করে।গত মঙ্গলবার রাতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, এই গাড়িগুলো বিক্রয়ের উদ্দেশ্যে তেজগাঁও থেকে নদ্দার একটি শোরুমের উদ্দেশ্যে নিয়ে যায়। তবে পরবর্তী সময়ে তাদের সাথে যোগাযোগ করলে তারা গাড়িগুলো ফেরত দেবে না বলে জানায়। একইসঙ্গে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এরপর তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ভুক্তভোগী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়