তাড়াশ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
তাড়াশ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - সংবাদের আলো
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩জুলাই) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মৎস্য কর্মকর্তা মশগুল আজাদের সভাপতিত্বে ওই সংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনে মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ বলেন, মাছের বংশ বৃদ্ধির লক্ষে রেনু পোনা ধ্বংস করা যাবে না। মাছ শিকারের ব্যবহৃত কারেন্ট জাল, চায়না দুয়ারী রিং জালের ব্যবহার বন্ধ করতে হবে।
সর্বপরি মাছের অভায়াশ্রম গুলো সংরক্ষণ করতে হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।