তাড়াশে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীন বংলাদেশের স্থপতি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
তাড়াশ উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি’র মধ্যে দিয়ে আজ রবিবার দিবসটি পালন করা হয়েছে।আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করা হয়।পরে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়ে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের গুরুত্ব ও তাৎপর্য’- শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা আব্দুল আজিজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম , সহকারী কমিশনার (ভুমি) মো: খালিদ হাসান , ওসি মো: নজরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তর,প্রতিষ্ঠান প্রধান,মুক্তিযোদ্ধা,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্য মান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।