তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের আরেক মামলা খারিজ
সংবাদের আলো ডেস্ক:পিরোজপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খারিজ করেছে আদালত।বুধবার পিরোজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন তাকে অভিযোগের দ্বায় থেকে অব্যাহতি দিয়ে মামলাটি খারিজের আদেশ দেন। মামলার নথি ও আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২৪ ডিসেম্বর পিরোজপুর জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন তারেক রহমানের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগ এনে সদর থানা মামলাটি দায়ের করেন। বুধবার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। আদালতের আসামির বিরুদ্ধে অভিযোগের কোনো উপাদান না থাকায় তাকে অভিযোগের দ্বায় থেকে অব্যাহতি ও মামলাটি খারিজের আদেশ দেওয়া হয়। এ ব্যাপারে জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন জানান, আওয়ামী লীগ তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছিলো। সব মামলায় তিনি খালাস পাবেন এবং শিগগিরই দেশে ফিরবেন। এর আগে এক ডিসেম্বর সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছগির আহমদ টুটুল তারেক রহমানের বিরুদ্ধে দুটি রাষ্ট্রদ্রোহ মামলা খারিজের আদেশ দেন।এর পরের দিন দুই ডিসেম্বর গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের দায়ের করা গাড়িতে আগুন দেওয়ার একটি মামলায় খালাস পেয়েছেন এই বিএনপি নেতা।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।