তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পূর্বধলায় পিঠা উৎসব অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে মন মাতানো পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুযারি) দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে এই তারুণ্যের উৎসবে মন মাতানো পিঠার পসরা সাজিয়ে বসেছে অনেকে। ‘এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়’ এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে পিঠা উৎসব শিক্ষার্থীদের হাতে তৈরি বিভিন্ন রকমের পিঠা এর মধ্যে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া নৌকা, কাঁটা পিঠা, ঝুরি, পাটি সাপটা, ঠোস পিটা, চিতই, তেল পিঠা, শামুক পিঠা, ডিম পিঠা, সইপিঠাসহ বাহারি রকমের পিঠা রয়েছে। এসব স্টলে পিঠা কিনতে ভিড় করেন পিঠাপ্রেমীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল মালেক,উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারমিন শাহাজাদী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রানী সরকার, উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ আবদুর রহিম, উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সায়েদ আল মামুন শহিদ ফকির, যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ প্রমুখ। মেলায় ০৯ টি স্টল স্থান পায়। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা মেলার স্টল পরিদর্শন করেন এবং শীতকালীন নানা ধরনের পিঠার স্বাদ গ্রহণ করেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।